বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন বন্ধ না করার দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার || ২০২৪-১১-০২ ১৫:৪৮:০৯

image

বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস বন্ধ না করার দাবীতে গতকাল ২রা অক্টোবর রাতে রাজবাড়ী রেলস্টেশনে ৪০মিনিট ট্রেন আটকে রেখে সাধারণ মানুষকে সাথে নিয়ে মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা। 

 মানববন্ধনে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এস এম কাওসার মাহমুদ, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, পৌর যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ গিটার ও বিজয় টিভির প্রতিনিধি মামুন শেখসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় রাজবাড়ীর সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। 

 বক্তারা বলেন, রাজবাড়ী জেলাকে রেলের শহর। আমরা জানতে পারলাম যে আগামী ১৫ই নভেম্বর থেকে রাজবাড়ী রেল স্টেশন দিয়ে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস চলাচল করবে না। কিন্তু ট্রেন দুইটি পদ্মাসেতু চালু হবার পর থেকে রাজবাড়ী হয়ে ঢাকা চলাচল করতো। কিন্তু জানতে পারছি যে এই রুটে ট্রেন না চলে গোপালগঞ্জ হয়ে ঢাকা যাবে। রাজবাড়ী হয়ে এই ট্রেন চলাচল বন্ধ করার জন্য কিছু কুচক্রীমহল, কিছু সুবিধাবাদী মানুষ তাদের সুবিধা চালু রাখার জন্য পরিকল্পিতভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা রাজবাড়ীর সাধারণ জনতা ট্রেন বন্ধ হতে দিবো না। রাজবাড়ীকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না। ট্রেন বন্ধ তো দূরের কথা আপনারা এখান থেকে একটা পাথরও সরাতে পারবেন না। স্বৈরাচারী সরকার গোপালীদের সুবিধার্থে এই ট্রেন দুইটি গোপালগঞ্জ-মুকসুদপুর দিয়ে চলাচলের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। দীর্ঘদিন ট্রেন লাইন ঠিক না হওয়ার কারণে এই ট্রেন দুইটি রাজবাড়ী দিয়ে চলাচল করছিল। তখন থেকে রাজবাড়ীবাসী দাবী জানিয়েছিল যে ট্রেন দুইটি রাজবাড়ী দিয়ে চলাচল করবে এবং আরও নতুন কিছু ট্রেন রাজবাড়ীতে সংযোজন করতে হবে। আমাদের দাবী এই ট্রেন ২টি রাজবাড়ী দিয়েই চলাচল করতে হবে। 

 রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, রাজবাড়ী রেলের শহর হিসেবে পরিচিত। মাঝে ট্রেন চলাচল কমে যাওয়াতে যোগাযোগ ব্যবস্থা রাজবাড়ীবাসী অনেকটা বঞ্চিত হয়ে পড়েছিল। তবে বেনাপোল এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, নকশীকাঁথা মেইল ট্রেন ঢাকায় চলাচলে রাজবাড়ীবাসীর অনেক উপকৃত হতো। আমি অফিসিয়ালি এখনো কোন তথ্য পাইনি যে, এই সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন এই লাইন বাদ দিয়ে ওই লাইনে চালাবে। তবে নেটে দেখতে পাচ্ছি। তবে আপনারা রাজবাড়ীবাসী এখানে আসছেন সবার সুবিধার্থে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবো। আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এই ট্রেন দুইটা যাতে থাকে। সাথে অন্য ট্রেন চলাচলে বৃদ্ধি করতে স্যারদের সাথে কথা বলবো।

 উল্লেখ্য, রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়াপাড়া থেকে ছেড়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে বিকাল ৪টা ৩৫মিনিটে পৌছানোর কথা থাকলেও সেই ট্রেনটি রাত ৭টা ৪৫ মিনিটে পৌছায়। এরপর ট্রেনটি ভাঙ্গার উদ্দেশ্য ছেড়ে যাওয়ার সময় স্টেশনে মানববন্ধন করায় আরো ৪০ মিনিট বিলম্ব হয়ে রাত ৮টা ২৫ মিনিটে রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্য ছেড়ে গেছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com