“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে গতকাল ২রা নভেম্বর সকালে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর কালেক্টরেটের সম্মেলন কক্ষে শুরু হয় আলোচনা সভা।
জেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিক ও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব বক্তব্য রাখেন।
সদর উপজেলা সমবায় অফিসার অসীম কুমার নাগের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সজ্জনকান্দা পশ্চিম পাড়া সঞ্চয় ঋণদান সমিতির সভাপতি কাজী রতন, নাওডুবি নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ-এর সভাপতি মোছাঃ মাফিয়া বেগম, সাবেক জেলা সমবায় কর্মকর্তা ও গোয়ালন্দ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আব্দুর রাজ্জাক মিয়া ও রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি হাজী আব্দুল ওহাব বক্তব্য রাখেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও জেলার সকল সমবায় কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন জেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন।
এ সময় রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেনসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিক বলেন, সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। সারা বাংলাদেশের সকল জেলা ও উপজেলায় একযোগে সমবায় দিবস পালিত হচ্ছে। সমবায় হচ্ছে সবাই মিলে একসঙ্গে কাজ করা। আজকে আমাদের অনুষ্ঠানে এক উদ্যোক্তা বলেছেন তিনি ২০১৭ সালে ১ লক্ষ টাকা দিয়ে শুরু করে আজ ২৫ লক্ষ টাকা তার পুঁজি। এটি একটা বিশাল অর্জন তার জন্য। উনি আমাদের জন্য একটি উদাহরণ।
তিনি আরও বলেন, সমবায় সমিতি গঠনের মাধ্যমে একতাবদ্ধ হয়ে কার্যক্রম করলে আমরা স্বাবলম্বী হতে পারবো। বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিসহ নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সমবায় একটি কার্যকর পদ্ধতি। আশা করি সরকারের লক্ষ্য পূরণে দেশের সমবায় সংগঠনগুলো অগ্রণী ভূমিকা রাখবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com