পাংশায় নতুন ইউএনও এস.এম আবু দারদা’র দায়িত্বভার গ্রহণ

স্টাফ রিপোর্টার || ২০২৪-১১-০৪ ০৫:৫৮:৪৫

image

রাজবাড়ী জেলার পাংশায় নতুন উপজেলা নির্বাহী অফিসার পদে এস.এম আবু দারদা গতকাল ৩রা নভেম্বর দুপুরে দায়িত্বভার গ্রহণ করেছেন। 

 ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান রুবেলের নিকট থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। 

 এর আগে গতকাল রবিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে পাংশার ইউএনও হিসেবে তিনি যোগদান করেন।

 জানা যায়, নবাগত পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা ৩৫তম বিসিএস কর্মকর্তা। তার জন্মস্থান কুড়িগ্রাম জেলায়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের আগে তিনি ভূমি মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। কয়েক বছর আগে তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দির এসিল্যান্ড ছিলেন।

 গতকাল দুপুর ১২টার দিকে দায়িত্বভার গ্রহণের জন্য নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা পাংশা উপজেলা পরিষদ চত্বরে পৌঁছিলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান রুবেল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এরপর নিজ কার্যালয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান রুবেলের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন নবাগত ইউএনও এস.এম আবু দারদা।

 উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস এবং উপজেলার ১০টি ইউনিয়নের ভূমি কর্মকর্তাদের সাথে নিয়ে এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, এছাড়া পাংশা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে পাংশা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান নবাগত পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক এস.এম আবু দারদাকে ফুলেল শুভেচ্ছা জানান। 

 এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত সকলের সাথে পরিচিতি, শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন নবাগত পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও পাংশা পৌর প্রশাসক এস.এম আবু দারদা। তিনি অল্প কয়েক বছর আগে বালিয়াকান্দির এসিল্যান্ড হিসেবে চাকরি করার স্মৃতিচারণ করেন। সমন্বিত প্রচেষ্টায় পাংশার সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার গুরুত্বারোপ করেন তিনি।

 এদিকে গতকাল রবিবার দায়িত্বভার গ্রহণের দিনেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা। নিজ কার্যালয়ে উপস্থিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সাথে অল্প সময়ে পরিচিতি, শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়কালে সুন্দর হাসি মাখা ব্যবহারে সবার মন জয় করেন নবাগত ইউএনও এস.এম আবু দারদা।

 উল্লেখ্য, পাংশা উপজেলায় ৩২তম ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন এস.এম আবু দারদা। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা গত ২৮ শে অক্টোবর এক প্রজ্ঞাপনে এস.এম আবু দারদাকে পাংশা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com