রাজবাড়ী থেকে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেসের রুট পরিবর্তন না করার দাবীতে ডিসির কাছে স্মারক লিপি

স্টাফ রিপোর্টার || ২০২৪-১১-০৪ ১৪:২১:১৪

image

বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস রুট পরিবর্তন না করার দাবীতে গতকাল ৪ঠা নভেম্বর সকালে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

 মানববন্ধনে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও রেলরক্ষা আন্দোলনের অন্যতম উদ্যোক্তা এস এম কাওসার মাহমুদের সভাপতিত্বে জিয়া সাইবার ফোর্স রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটনের সঞ্চালনায় জেলা বিএনপি সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি শেখ আব্দুর রউফ হিটু, রাজবাড়ী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল মন্ডল, মিজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি শেখ রনজু আহাম্মেদ, রাজবাড়ী জেলা ছাত্রদল নেতা কাজী তানভীর আহমেদ জামিল, অংকুর স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল হাই, রাজবাড়ী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অশোক কুমার সরকার, জেলা যুবদল নেতা জাবেদ শেখ, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক গাজী মাসুদ, রাজবাড়ী পৌর ৮নং ওয়ার্ড যুবদল নেতা কল্লোল সিদ্দিকী, রাজবাড়ী পৌর ছাত্রদলের সহ-সভাপতি  আশিক ইসলাম অভি, পৌর ছাত্রদল নেতা রিয়াজ, বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব সুমন হোসেন, রাজবাড়ী সচেতন নাগরিক কাজী শাখাওয়াত, পাভেল রহমান, ছাত্রনেতা নাসির মিয়া, সাব্বির ইরফান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রাজীব মোল্লা, আলতাফ মাহমুদ সাগর, মীর সুজন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় রাজবাড়ী জেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। 

 বক্তরা বলেন, রাজবাড়ী রেলের শহর। এক সময় এই রাজবাড়ী দিয়ে অনেক ট্রেন চলাচল করতো। মাঝে বেশ কিছু ট্রেন বন্ধ হয়ে যায়। আবার নতুন করে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস চলাচল শুরু করে। রাজবাড়ীর ওপর দিয়ে চলাচলকারী দুই ট্রেন অন্য রুটে সরিয়ে নেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি ১৫ই নভেম্বর থেকে ট্রেন দুইটি যশোর হয়ে গোপালগঞ্জ দিয়ে ঢাকা যাবে। এই সিদ্ধান্ত আমরা রাজবাড়ীবাসী মেনে নিবো না। এই ট্রেন রাজবাড়ীর সৌন্দর্য। এই ট্রেন রাজবাড়ী দিয়ে চলতে হবে। ট্রেনের রুট পরিবর্তন হলে রাজবাড়ীসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবে। যে কারণে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও রাজবাড়ী স্টেশন হয়ে চলাচল করতে হবে। আর তা না হলে ট্রেন উঠিয়ে নেয়ার আগে রাজবাড়ী রুটে নতুন ট্রেন দিতে হবে।

 মানববন্ধন শেষে রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে এবং রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্তের মাধ্যমে রেল উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন মানববন্ধনকারীরা।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com