বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালুখালীতে বিএনপির প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার || ২০২৪-১১-০৫ ১৪:৪৫:০৫

image

রাজবাড়ী জেলার কালুখালীতে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ৫ই নভেম্বর বিকেলে কালুখালী বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

 সভায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লায়ন এডঃ আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে পাংশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে.এম আইনুল হাবীব, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মসলেম উদ্দিন মিঞা, শাহজাহান আলী মাষ্টার ও কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী প্রমুখ বক্তব্য রাখেন।

 এ সময় উপজেলা বিএনপি নেতা হাসমত আলী, কামরুজ্জামান কামাল, আলমগীর হোসেন, উপজেলা জিয়া পরিষদের সাবেক আহ্বায়ক জিয়াউর রহমান জিরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাহাদাত হোসেন সাইফুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 সভায় ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com