রাজবাড়ীতে সাংবাদিকের উপর হামলা॥থানায় জিডি

স্টাফ রিপোর্টার || ২০২৪-১১-০৬ ১৩:৫৩:৪৬

image
সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলাদেশ বুলেটিনের রাজবাড়ী জেলা প্রতিনিধি সাংবাদিক কবির হোসেনের উপর গত ৫ই নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে শহরের নতুন বাজার এলাকায় হামলার ঘটনা ঘটেছে। 
 এ ঘটনায় গত ৫ই নভেম্বর রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন সাংবাদিক মোঃ কবির হোসেন। রাজবাড়ী সদর থানার জিডি নং-২২০।
 জিডি সূত্রে জানা গেছে, আমেরিকায় লোক পাঠানোর নামে অর্থ আত্মসাৎ শিরোনামে গত ১৪ই ফেব্রুয়ারী ও গত ৩রা জুলাই জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিনসহ ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় প্রতারক হুমায়ুন খানের বিরুদ্ধে। যে নিজেকে মনিরুজ্জামান রুবেল দাবী করে রাজবাড়ীর বানিবহ ইউনিয়নের বানিবহ গ্রামের রেখা খানমকে বিয়ে করে। এরপর ওই এলাকায় একাধিক লোকজনকে আমেরিকা পাঠানোর নামে অর্থ হাতিয়ে নেয়।   
 এ ঘটনায় ভুক্তভোগীরা রাজবাড়ী সদর থানা ও আদালতে মামলা দায়ের করেন। এ ঘটনার বিষয়টি সাংবাদিক কবির হোসেন নিউজ করলে তারা কবিরে ওপর ক্ষিপ্ত হয়।
 সাংবাদিক কবির হোসেন বলেন, গত ৫ই নভেম্বর বিকাল পৌনে ৫টার দিকে আমি ও আমার ছোট ভাই মুরগী ফার্মের আমার নিজ অফিস থেকে নতুন বাজার গোরস্থানের সামনে অবস্থান করলে বিবাদীরা আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি উক্ত বিবাদীদেরকে গালিগালাজ করিতে বাধা নিষেধ প্রদান করায় বিবাদীরা আমাকে মারপিট করে। তখন আমার ছোট ভাই এগিয়ে আসলে বিবাদীরা আমার ছোট ভাইকেও মারপিট করে। এ সময় আমি চিৎকার করলে আশেপাশের লোকজন এহিয়ে আসিলে বিবাদীরা আমাদেরকে হুমকি দিয়ে চলে যায়। পরে আমরা সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। এ ঘটনায় আমি সদর থানায় জিডি করেছি।
 এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, এ বিষয়ে সাংবাদিক কবির হোসেন সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com