রাজবাড়ীতে গণশুনানিতে নবাগত জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার || ২০২৪-১১-০৬ ১৩:৫৫:৪৭

image

রাজবাড়ী জেলায় যোগদান করেই গণশুনানি শুরু করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গতকাল ৬ই নভেম্বর বেলা ১১টায় নিজ দপ্তরে গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভূক্তভোগীদের কথা শোনেন এবং তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এর আগে গত ৩রা নভেম্বর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উল্লেখ্য, সপ্তাহের প্রতি বুধবার বেলা ১১টা থেতে ১২টা পর্যন্ত জেলা প্রশাসক গণশুনানি করেন   -মাতৃকণ্ঠ।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com