গোয়ালন্দে লক্ষিত শিশুদের অন্তর্ভুক্তি নিশ্চিত করণে এ্যাডভোকেসি সভা

মইনুল হক মৃধা || ২০২৪-১১-০৭ ১৪:৪৪:১৩

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার লক্ষিত শিশুদের অন্তর্ভুক্তি নিশ্চিত করণে উপজেলা প্রশাসনের সাথে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ৭ই নভেম্বর দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে বেসরকারী সংস্থা কেকেএস পিভিসিইভি প্রকল্পের আয়োজনে এবং কেকেএস ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

 সভায় কর্মজীবী কল্যাণ সংস্থা(কেকেএস) সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  জ্যোতি বিকাশ চন্দ্র।

 কেকেএস প্রকল্প সমন্বয়ক রুমা খাতুনের সঞ্চালনায় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আজিজুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান খান, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সহিদুল ইসলাম, সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার সাইফুল ইসলাম খান সেলিম, সহকারী ম্যানেজার(শিক্ষা) ফিরোজা খাতুন, ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মানিক শেখসহ উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা ও কেকেএস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com