বালিয়াকান্দিতে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তনু সিকদার সবুজ || ২০২৪-১১-০৭ ১৪:৪৬:৫৯

image

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ৭ই নভেম্বর বিকালে বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দিবসটি পালিত হয়।

 র‌্যালীটি বালিয়াকান্দি মিনি স্টেডিয়াম থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

 উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক খান, বিশেষ অতিথি হিসেবে জেলা  বিএনপি নেতা  আলহাজ্ব মোঃ মুজাহিদুল ইসলাম মুজাহিদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এডভোকেট এ.এস.এম মোক্তার কবির খান নান্নু ও সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার কাজী রহমান মানিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল, সাবেক যুগ্ম আহবায়ক মীর মনিরুজ্জামান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, বালিয়াকান্দি উপজেলা জিয়া পরিষদের সভাপতি খন্দকার রফিকুদ্দৌলা বাবলু, বালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহসিন খান, জেলা যুবদলের সদস্য আব্দুল্লাহ মাহমুদ জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও সদস্য সচিব কামরুজ্জামান কামরুল বক্তব্য রাখেন।

 আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com