রাজবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল ৭ই নভেম্বর সকালে আদালত চত্ত্বরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডঃ এএনএম শাহিদুল ইসলামের সভাপতিত্বে সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এডঃ আইয়ুব আলী খান, সিনিয়র সহ-সম্পাদক এডঃ মোহাম্মদ আরিফ উদ্দিন খান দিপু, জেলা বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এডঃ কে এ বারী, সদস্য এডঃ এম এ গফুর, এডঃ হাকীম খান রিপন, এডঃ জিয়াউর রহমান, এডঃ এমএম শাহরিয়ার জামান রাজীব, এডঃ ওলিউল্লাহ শিকদার চঞ্চল, এডঃ সাল্লেক প্রামাণিক ও এডঃ আহাদুল ইসলাম রোকন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় বাংলাদেশের স্বাধীনতা।
বক্তারা আরো বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা। এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।
তারা বলেন, আজকের এই প্রোগ্রাম থেকে এই অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের ফোরামের দাবী হলো বাংলাদেশে সাধারণ জনগণের ভোটে সরকার গঠনের জন্য অতিসত্ত্বর নির্বাচনী তারিখ ও রোডম্যাপ ঘোষণা করার। ৭ই নভেম্বর যদি আমরা স্বাধীন না থাকতাম তাহলে আমরা বড় বড় পদে কোন সাহেব থাকতো না। যেহেতু এটি আমাদের কাছে একটি স্বাধীনতা ছিল সেহেতু ৭ই নভেম্বর কে জাতীয় ছুটি ঘোষণা করার জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবী জানাচ্ছি।
এছাড়াও সভায় জেলা ও দায়রা জজ আদালতের জিপি আওয়ামী লীগের দোসর এডঃ স্বপন কুমার সোম এবং অতিরিক্ত পিপি খন্দকার হাবিবুর রহমান বাচ্চুকে অবিলম্বে অপসারণের দাবী জানান বক্তারা।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com