পাংশায় নবাগত ইউএনও’র সাথে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের মতবিনিময়

মোক্তার হোসেন || ২০২৪-১১-০৭ ১৪:৫০:১৯

image

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এস. এম আবু দারদা’র সাথে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা প্রতিষ্ঠান প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা গতকাল ৭ই নভেম্বর বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

 পাংশার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা প্রতিষ্ঠান সমূহ এ কর্মসূচির আয়োজন করে।

 পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে নবাগত পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা স্বচ্ছতার সাথে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার গুরুত্বারোপ করেন। তিনি বাল্য বিয়ে, ইভটিজিং ও মাদক মুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা চালানো এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

 মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কতিপয় সমস্যা তুলে ধরলে উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা মনোযোগ সহকারে তা শোনেন এবং সমস্যা সমাধানে দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন তিনি।

 মতবিনিময় সভায় পাংশা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম, বহলাডাঙ্গা খামারডাঙ্গা দাখিল মাদরাসার সুপার মোঃ রফিকুল ইসলাম, চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস, চর হরিণাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, লুৎফর রহমান মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ জামির হোসেন ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী প্রমূখ বক্তব্য রাখেন।

 একই অনুষ্ঠানে পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের আওতায় খাগজানা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মোঃ আইয়ুব আলী বিশ্বাসের অবসরজনিত গ্রাচুইটির ২ লাখ ৫৮ হাজার টাকার চেক প্রদান করা হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা অবসরপ্রাপ্ত কর্মচারী মোঃ আইয়ুব আলী বিশ্বাসের হাতে গ্রাচুইটির চেক তুলে দেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

 পাংশা শাহ জুঁই কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু মুসা আশয়ারী, কশবামাজাইল আতাহার হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, পরানপুর ডিএস দাখিল মাদরাসার সুপার মোঃ গোলাম মোস্তফা চৌধুরীসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা প্রতিষ্ঠানের প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com