রাজবাড়ী জেলা জজ আদালতের নবনিযুক্ত জিপি এডঃ স্বপন কুমার সোমের নিয়োগ বহাল রাখার দাবীতে এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন আইনজীবীরা।
গতকাল ৭ই নভেম্বর রাজবাড়ী জেলা বারের ৭০জন আইনজীবী স্বাক্ষরিত ম্মারকলিপিটি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নবনিযুক্ত জিপি এডঃ স্বপন কুমার সোম একজন সৎ আইনজীবী হিসেবে সুনামের সাথে ১৯৮২ সাল থেকে তার পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। আদালতের প্রতি তার পেশাগত নৈতিক দায় ও দায়িত্ব সম্পর্কে তিনি যথেষ্টই সচেতন। রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের পেশাগত রাজনীতির সাথে বরাবর নিরপেক্ষভাবে আইনজীবীদের স্বার্থে জড়িত ছিলেন এবং আছেন।
তিনি ছাত্র জীবনের শুরুতে জাসদ রাজনীতি করেছিলেন সত্য। তবে, তারপর আর কোনো রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত ছিলেন না। তার জিপি পদে নিয়োগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহলের বিরোধীতা খুবই বিস্ময়ের।
স্মারকলিপি প্রদানকালে এডঃ স্বপন কুমার সোম, এডঃ হাবিবুর রহমান বাচ্চু, এডঃ মারুফ উল হাসান শামীম, এডঃ মোল্লা নিয়াজ মোহম্মদ আইয়ুব, এডঃ বিজন কুমার বোস, এডঃ রফিকুল ইসলাম ও এডঃ বিজন কুমার বোস প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com