রাজবাড়ীতে জেলা যুবদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার || ২০২৪-১১-০৭ ১৪:৫১:৩৮

image

রাজবাড়ীতে যুবদলের উদ্যোগে গতকাল ৭ই নভেম্বর বিকেলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 র‌্যালীটি পৌর ইউ মার্কেট থেকে র‌্যালী বের হয়ে রাজবাড়ী বড় বাজারের মনেক্কা টাওয়ারের সামনে এসে শেষ হয়। পরে সেখানে ঐতিহাসিক এই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডঃ নেকবর হোসেন মনি, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক এস এম কাউসার মাহমুদ, সোহেল মন্ডল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম রানা, যুবদল নেতা খাইরুল ইসলাম খায়রু প্রমুখ বক্তব্য রাখেন।

 পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহম্মেদ গিটারের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা যুবদল, সদর উপজেলা যুবদল ও পৌর যুবদলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম দিন। এদিনটির তাৎপর্য আমাদের বুঝতে হবে। দেশের তৎকালীন রাজনৈতিক গতিধারা পাল্টে গিয়েছিলো আজকের দিনে। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদীদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com