রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরী ঘাটে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেয়ার অপরাধে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩জনকে মোবাইল কোর্টে ২মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
জানা গেছে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় গত ৬ই নভেম্বর দিনগত রাত সাড়ে ১১টায় দৌলতদিয়া ফেরী ঘাটে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ৩জনকে আটক করে। আটক ব্যক্তিরা গাড়ি প্রতি ১০০ থেকে ২০০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায় করছিল বলে স্বীকার করলে প্রত্যেককে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় তাদেরকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নুরু মন্ডল পাড়ার মোঃ শহিদ প্রামানিকের ছেলে আমজাদ হোসেন প্রামানিক(৩১), কিয়ামুদ্দিন মেম্বর পাড়ার মোঃ তারক আলী খাঁর ছেলে মোঃ এলাহী খাঁ(৩২) ও শাহাদত মেম্বর পাড়ার দেলোয়ার ফকিরের ছেলে মোশারফ ফকির(২৭)।
অভিযান পরিচালনাকালে রাজবাড়ী সেনা ক্যাম্পের একদল সদস্যবৃন্দ, গোয়ালন্দ থানা পুলিশ এবং বিআইডব্লিউটিএ’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com