পাংশায় কাত্যায়নী পূজা মন্দিরে চলছে সনাতন ধর্মীয় উৎসব॥ভক্তদের ভিড়

মোক্তার হোসেন || ২০২৪-১১-০৮ ১৪:৩৭:৫০

image

 রাজবাড়ী জেলার পাংশা পৌরসভাসহ উপজেলার ৯টি কাত্যায়নী পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের ৫দিন ব্যাপী কাত্যায়নী উৎসব চলছে। 

 গতকাল ৮ই নভেম্বর সপ্তমীতে দিনে রাতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভক্তরা দলে দলে প্রতিমা দর্শনে বিভিন্ন মন্দিরে যাতায়াত করেছেন। সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরাও পূজা মন্ডপ পরিদর্শন করছেন।

 জানা যায়, গতকাল ৮ই নভেম্বর রাত ৮টায় পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক পাল, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার তপন কুমার বিশ্বাস ও সুভাষ চন্দ্র দে, পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক ও রাজবাড়ী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য অশোক রায় ও পৌর পূজা উদযাপন পরিষদের সদস্য বরুন বিশ্বাসসহ সনাতন ধর্মের বিশিষ্ট ব্যক্তিরা প্রথমে পাংশা পৌরসভার সত্যজিৎপুর পাল পাড়ায় সার্বজনীন কাত্যায়নী পূজা মন্দির পরিদর্শন করেন। মন্দিরের সভাপতি গৌতম প্রামানিক, সাধারণ সম্পাদক রামপ্রসাদ পাল ও তমাল চক্রবর্তী তাদেরকে অভ্যর্ত্থনা জানান।

 পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে সত্যজিৎপুর পাল পাড়া ও সত্যজিতপুর নতুন পাড়ায় পৃথক আরো দু’টি কাত্যায়নী পূজা মন্দির পরিদর্শন করেন।

 পাংশা পৌরসভার উল্লেখিত ৩টি কাত্যায়নী পূজা মন্দিরসহ পৌরসভার মৈশালা ঋষিপাড়া সার্বজনীন কাত্যায়নী পূজা মন্দির, সরিষা ইউপির পূর্ব প্রেমটিয়া ঋষিপাড়া সার্বজনীন কাত্যায়নী পূজা মন্দির ও নাওরা বনগ্রাম সার্বজনীন কাত্যায়নী পূজা মন্দির, মৌরাট ইউপির মৌরাট ঋষিপাড়া সার্বজনীন কাত্যায়নী পূজা মন্দির, কলিমহর ইউপির মাশালিয়া সার্বজনীন কাত্যায়নী পূজা মন্দির ও মাছপাড়া ইউপির মথুরাপুর ঋষিপাড়া সার্বজনীন কাত্যায়নী পূজা মন্দিরে উৎসব চলছে।

 কাত্যায়নী পূজা উৎসব উপলক্ষে পূজা মন্ডপে আলোকসজ্জা ও তোরণ নির্মাণ করা হয়েছে। পূজা মন্ডপের আশে পাশে বিভিন্ন দোকানপাট বসেছে। উৎসব মূখর পরিবেশে সনাতন ধর্মীয় লোকজন কাত্যায়নী পূজা উৎসব উপভোগ করছেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com