রাজবাড়ী শহরে কান বিনোদন বা পর্যটন স্পট না থাকায় শহরের উপকণ্ঠে গোদার বাজার পদ্মা নদীর পাড়ে প্রতিদিন ঘুরতে আসে বিপুল সংখ্যক দর্শনার্থীরা। তবে স্বাভাবিক দিনের চেয়ে সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
জেলা শহরের বিভিন্ন স্থান থেকে ভ্রমন পিপাসু ও বিনোদন প্রেমী নানা শ্রেণি-পেশার মানুষ পরিবার পরিজন, বন্ধুবান্ধব নিয়ে আসেন এখানে।
গতকাল ৮ই নভেম্বর বিকালে রাজবাড়ী শহরের উপকণ্ঠে(সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের) গোদার বাজার পদ্মা নদীর পাড়ে গিয়ে দেখা যায় ভ্রমন পিপাসু ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন, বন্ধুবান্ধব নিয়ে তারা সাড়া সপ্তাহের ক্লান্তি দূর করতে ও একটু নিরবিলি সময় কাটাতে এসেছেন পদ্মার পাড়ে। নদীতে পরিবার-পরিজন নিয়ে কেউ-কেউ নৌকা ভ্রমণে বের হয়েছেন। আবার কেউ নদীর পাড়ে বসে বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছেন।
দর্শনার্থীদের ভিড়ের কারণে পদ্মার পাড়ে গড়ে উঠেছে অস্থায়ী খাবারের দোকান। দর্শনার্থীদের ভিড়ের কারণে পদ্মা পাড়ে চটপটি, ঝালমুড়ি, পাপড়, বাদাম থেকে শুরু করে ফুটপাতের খাবার দোকানগুলোর ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত চলে তাদের বেচা বিক্রি। পদ্মার পাড়ে শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে নাগরদোলা ও চড়কি।
দর্শনার্থী রবিন, সৌমিক, রিদয়, নিলয় বলেন, আমরা বন্ধুবান্ধব মিলে নদীর পাড়ে বেড়াতে এসেছি। সপ্তাহের অন্যান্য দিন আমরা পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি। শুক্রবার ছুটির দিন হওয়ায় সবাই মিলে নদীর পাড়ে এসেছি নিরিবিলি সময় কাটাতে। রাজবাড়ীতে বিনোদন কেন্দ্রের অভাব থাকায় সাপ্তাহিক ছুটির দিনগুলোতে গোদার বাজারে দর্শনার্থীদের ভিড় বাড়ে। জেলা প্রশাসনের উচিত গোদার বাজার পদ্মার পাড় সংস্কার করে পুনরায় পর্যটন স্পট করা।
পরিবার নিয়ে পদ্মার পাড়ে বেড়াতে এসেছেন শহীদুল ইসলাম। তিনি বলেন, সরকারী চাকুরীর সুবাদে সপ্তাহের অন্যান্য দিন ব্যস্ত থাকতে হয়। পরিবারকে সময় দেওয়া হয় না। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় স্ত্রী, সন্তান নিয়ে পদ্মার পাড়ে বেড়াতে আসলাম। এসে দেখি অনেক মানুষের ভিড়। অস্থায়ী বিভিন্ন খাবারের দোকানও বসেছে। তবে এখানে বসার মতন জায়গা নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে কিছু বসার জায়গা করে দিলে দর্শনার্থীদের জন্য ভালো হবে।
ঝালমুড়ি বিক্রেতা আনিস বলেন, আমি সকালে স্কুল ও কলেজের সামনে ঝালমুড়ি বিক্রি করি। দুপুরের পর থেকে গোদার বাজার পদ্মার পাড়ে চলে আসি। প্রতিদিনই পদ্মার পাড়ে দর্শনার্থীদের ভীড় থাকে। তবে অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে দর্শনার্থীদের ভিড় বেশি থাকে। আমার বিক্রিও ভালো হয়।
উল্লেখ্য, ২০১৩ সালে রাজবাড়ীর প্রাক্তন জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল শহরের উপকণ্ঠে গোদার বাজারে পদ্মা নদীর পাড় পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন। ওই সময়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় আলোচনা করে বিভিন্ন সরকারী দপ্তর, বেসরকারী সংস্থা ও চেম্বার অব কমার্সসহ বিভিন্ন মহলের সহযোগিতায় পদ্মা পাড়ে দর্শনার্থীদের বসার জন্য ১৮টি বেঞ্চ নির্মাণ করেন। উদ্যোগটিকে সার্বজনীনতার রূপ দেওয়ার জন্য এতে যুক্ত হয় সামরিক বাহিনীকে।
ওই সময়ে জেলা প্রশাসকের অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার রাজবাড়ীর কৃতি সন্তান মেজর জেনারেল এস.এম মতিউর রহমান গোদার বাজার ঘাটে পদ্মা নদীর পাড়ে সেনাবাহিনী কর্তৃক জনসাধারণের জন্য দৃষ্টিনন্দন অবকাশ কেন্দ্র ‘বন্ধন’ নির্মাণের উদ্যোগ নেন। ২০১৪ সালের ৯ই জানুয়ারী দৃষ্টিনন্দন অবকাশ কেন্দ্র ‘বন্ধন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জিওসি মেজর জেনারেল এস.এম মতিউর রহমান।
এরপর থেকে গোদার বাজার পদ্মাপাড় পর্যটন স্পট হিসেবে ব্যাপক পরিচিতি পায়। দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে বিদ্যুতের পোল স্থাপনের মাধ্যমে সন্ধ্যার পর আলোর ব্যবস্থা ও জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ফাস্টফুডের দোকানও চালু করা হয়।
কিন্তু কয়েক বছর আগে পদ্মা নদীর অব্যাহত ভাঙ্গনে যশোর সেনানিবাস কর্তৃক নির্মিত ‘বন্ধন’ পুরোপুরি ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দর্শনার্থীদের বসার জন্য নির্মিত বেঞ্চগুলোর অধিকাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড নদী শাসনের জন্য কোটি কোটি টাকা ব্যয়ে পদ্মাপাড়ে উন্নয়নমূলক কাজ করলেও সংশ্লিষ্ট প্রকৌশলীদের দূরদর্শিতার অভাবে সেই সকল প্রকল্পে পর্যটন স্পটের জন্য কোন স্থাপনা নির্মাণ করা হয়নি। ফলে পর্যটন স্পট গোদার বাজারের পদ্মাপাড়ে বর্তমানে বেহাল দশা বিরাজ করছে।
রাজবাড়ীবাসী শহরের উপকণ্ঠে গোদার বাজারে পদ্মা নদীর পাড়কে পর্যটন কেন্দ্র হিসেবে পুনরায় গড়ে তোলার জন্য নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com