দেশকে আবারো ফ্যাসিবাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
গতকাল ৯ই নভেম্বর সকাল সাড়ে ১১টায় শহরের রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে আবারও ষড়যন্ত্র করা হচ্ছে। তাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি অতীত ইতিহাসকে না ভুলি, স্মরণ রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্র এ দেশে কার্যকর হতে পারবে না। পৃথিবীর ইতিহাসে যারা অতীত ভুলেছে, ইতিহাস ভুলেছে তাদের উপর ফ্যাসিবাদ পুনরায় ফিরে এসেছে।
সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বলেন, এই ফ্যাসিস্ট সরকারকে এদেশের জনগণ প্রত্যাখ্যান করেছিলো। তাদের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিল। ভোটকেন্দ্র বর্জন করেছিলো। জনমত সংগঠিত করে সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা চেষ্টা করেছে। যার ধারাবাহিকতায় আগস্টের কোটা বিরোধী আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। সেদিন আমাদের সন্তানরা রাস্তায় নেমেছিলেন বলেই আজ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি।
তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব বলতো খেলা হবে। কিন্তু তিনি আমাদের ছাত্রদের সাথে খেলায় আর নামতে পারলেন না। শেষ পর্যন্ত তিনিও খেলতে বিদেশের মাটিতে পালিয়ে গেছেন। উনি যেখানে আছেন সেখানে হয়তো খেলছেন। তিনি এখন ইঁদুর বেড়াল খেলা খেলছেন।
তিনি বলেন, আমরা আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে স্বাধীনতার গণঅভ্যুত্থানে বিজয়ের ফলাফলের কথা ভুলি নাই। রক্তের দাগ এখনো শুকাই নাই। মা বোনদের আত্মচিৎকার থামে নাই। আমাদের শহীদদের কবরের মাটি শুকাই নাই। আহতদের হাসপাতালে কাতরানো বন্ধ হয়নি। আমরাও ফ্যাসিবাদের ইতিহাস ভুলি নাই। সুতরাং এদেশে আবারও ফ্যাসিবাদ আসবে যারা আশা করেন তারা স্বপ্ন দেখছেন। বাংলাদেশের মানুষ সবসময় সজাগ ও সচেতন। ফ্যাসিবাদ থেকে জাতি মুক্ত হয়েছে। নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই যাত্রাই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে দেশে আইনের শাসন ছিল না। বিচারের নামে দেশে প্রহসন হয়েছে। বিচারের নামে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল। ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেক এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সেই নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। কবর থেকে এসেও মানুষ ভোট দিয়েছেন। ২০১৮ সালের নির্বাচন ছিল বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন। এখানে ড্যামি প্রার্থীদের অর্থ দিয়ে প্রহসনের নির্বাচন করা হয়েছে। সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আগামীতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবী করেন তিনি।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটী, ফরিদপুর অঞ্চল টিম সদস্য অবঃ প্রফেসর আবদুত তাওয়াব বক্তব্য রাখেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com