গোয়ালন্দে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল ও র‌্যালী-আলোচনা সভা

মইনুল হক মৃধা || ২০২৪-১১-১১ ১৪:৫৪:০৬

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গতকাল ১১ই নভেম্বর বিকেল ৩টায় শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব মাঠে বিশাল আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। 
 অনুষ্ঠানের শুরুতে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব মাঠ হতে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক হয়ে উপজেলা মাঠে গিয়ে শেষ হয়। 
 এ সময় জেলা বিএনপি’র সাবেক সভাপতি নঈম আনসারী, সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের সভাপতি খায়রুল আলম বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ পৌর বিএনপি'র সাবেক সভাপতি এডঃ এবিএম ছাত্তার, উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com