রাজাবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের পদ্মা নদীর অন্তার মোড় ভাঙ্গা এলাকার খেয়া ঘাট দিয়ে পারাপার হয় কয়েক উপজেলার মানুষ।
একটি ব্রিজ নির্মাণ হলে হাজার মানুষের পারাপার সহজ করার পাশাপাশি ভূমিকা রাখতে পারে অর্থনৈতিক উন্নয়নেও। তবে ইউনিয়ন পরিষদের চেযারম্যান বলছেন- অতীতে নদী শাসনের কথা থাকলেও সেটা আর সম্ভব হয়ে ওঠেনি।
সরেজমিন, গত সোমবার বিকেলে গিয়ে গোয়ালন্দের ছোট ভাকলা ইউনিয়নের পদ্মা নদীর অন্তার মোড় ভাঙ্গা এলাকায় গিয়ে পারাপারের চিত্র দেখা যায়।
জানাগেছে-ছোট ভাকলা ইউনিয়নের অন্তার মোড় ভাঙ্গা এলাকার পাশ দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী। দৈনন্দিন নানান কাজে রাজবাড়ীসহ কয়েকটি উপজেলার মানুষকে পার হতে হয় এই নদীর পাশে অবস্থিত খেয়া ঘাট দিয়ে। কিন্তু আছে মাত্র দুইটি ইঞ্চিন চালিত নৌকা। প্রতিদিন যাত্রীরা ৪০ টাকা দিয়ে রাখালগাছির ওপার থেকে ৬ বার ও গোয়ালন্দের এপার থেকে ৫ বার মোট ১১বার নৌকাযোগে যাত্রী পারাপার করা হয়। ইঞ্জিন চালিত নৌকা কম থাকায় ঘাটে পারাপার হওয়া যাত্রীদের দুই ঘন্টা অপেক্ষা করতে হয়। এতে করে তাদের পরিবার পরিজন নিয়ে চরম ভোগান্তি পোহাতে হয়।
রাজবাড়ী থেকে খেয়া ঘাটে আসা যাত্রী রোমান রানা বলেন, পরিবার নিয়ে শ্বশুর বাড়ি রাজবাড়ীতে এসেছিলাম, এখন পরিবারের সাথে অনেক মালামাল নিয়ে পাবনা যেতে হচ্ছে। এখানে একটা সেতু হলে আমাদের ভোগান্তি কমতো। মাত্র দুইটি ইঞ্জিন চালিত নৌকার থাকার কারণে কয়েক ঘন্টা নদী পাড়ের খেয়া ঘাটে আমাদের আটকে থাকতে হচ্ছে। আবার নৌকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করায় ঝুকির মধ্যে নদী পারাপার হতে হচ্ছে।
রাখালগাছি থেকে আসা যাত্রী সেন্টু সেখ বলেন, কাজের জন্য বেশীর ভাগ সময় আমাকে বাড়ী থেকে আসতে হয়, তবে বেশিরভাগ সময় ঘাটে ট্রলারের জন্য অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাই। এছাড়াও নৌকায় যাত্রী গাদাগাদির জন্য অনেক সময় নৌকাতে ঝুঁকিতেও থাকি। তবে আমাদের দাবী একটি সেতু নির্মাণ করলেই এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষের অনেক দুর্ভোগ লাঘব হতো।
এ বিষয়ে গোয়ালন্দের ছোট ভাকলা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন বলেন অতীতে নদী শাসনের কথা থাকলেও সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। সেতু করা সম্ভব না হলে অন্ততঃ আরো কিছু ইঞ্জিন চালিত নৌকা বাড়িয়ে যাত্রীদের পারাপারে ভোগান্তি কমানো সম্ভব হবে বলে জানান।
উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা, ভবদিয়া, বরাটের মানুষের সাথে রাখালগাছি পাবনা, সিরাজগঞ্জের যাত্রী সাধারণের নৌকায় যাতায়াতের অন্যতম মাধ্যম হলো গোয়ালন্দের অন্তার মোড় খেয়া ঘাট।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com