রাজবাড়ীতে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

স্টাফ রিপোর্টার || ২০২৪-১১-১৪ ১৪:৫৬:৩১

image

 "ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগীতা চাই" এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ১৪ই নভেম্বর বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "জাতীয় ইঁদুর নিধন অভিযান" এর উদ্বোধন করা হয়। 
রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্যোতিশ্বর পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com