দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক বিক্রেতা মর্জিনা গ্রেপ্তার

মইনুল হক মৃধা || ২০২৪-১১-১৫ ১৩:৫৬:২৭

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পোড়াভিটায় গত ১৪ই নভেম্বর রাত ১১টার দিকে ৫২ পুরিয়া হেরোইনসহ মর্জিনা বেগম(৪২) নামে এক মাদক বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করেছে। 

 গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে মর্জিনা বেগম(৪২) নামে এক নারী মাদককারবারীর নিজের ঘর থেকে ৫২ পুরিয়া হেরোইনসহ তাকে গ্রেফতার করে। 

 গ্রেফতারকৃত মর্জিনা বেগম দৌলতদিয়ার পোড়াভিটা এলাকার মৃত মান্নান শেখ ওরফে ফুল শেখের মেয়ে এবং মৃত নুর ইসলামের স্ত্রী।

 গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মর্জিনা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১৫ই নভেম্বর দুপুরে তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com