রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ইলিশ রক্ষা অভিযানের ১৩ম দিনে ৮জন জেলের কারাদন্ড, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার সারাদিনের অভিযানে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান আটককৃতদের ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায় দুঃস্থদের বিতরণ করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু, কালুখালী থানা পুলিশের একটি টিম ও মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com