বালিয়াকান্দিতে সার প্রয়োগ যন্ত্রের মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৪-১১-১৬ ১৪:০৭:৪৮

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ব্রি দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্রের মাঠ দিবস গতকাল ১৬ই নভেম্বর বেলা ১১টায় শালমারা কৃষক মান্নান শেখের বাড়ী আঙ্গিনায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়।

 উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ডিপিইউএপি প্রকল্পের প্রকল্প পরিচালক ডঃ মোহাম্মদ কামরুজ্জামান মিলন ও বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মোঃ মোজাম্মেল হক বক্তব্য রাখেন। 

 মাঠ দিবসে কৃষক-কৃষানী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com