কালুখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার || ২০২৪-১১-১৮ ১৪:৩২:৩১

image

 ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর মন্ডল (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 গত ১৭ই নভেম্বর সন্ধ্যায় কালুখালী উপজেলার রেলগেট মাদ্রাসা এলাকা থেকে অজ্ঞাতনামা কয়েকজন সাগরকে আটক করে কালুখালী থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করলে ছাত্রদলের হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 গ্রেপ্তার সাগর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামের ফজলু মন্ডলের ছেলে।

 বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জামাল উদ্দিন বলেন, সাগর মন্ডল এজাহার নামীয় আসামী নয়। ২০২৩ সালের ১৯শে জুন ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগে তাকে তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। 

 জানা গেছে, ২০২১ সালের ৯ই এপ্রিল তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শেখ রিপনকে সভাপতি ও সাগর মন্ডলকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়।

 উল্লেখ্য, ২০২১ সালের ১৯শে জুন ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগে সাবেক এমপি মোঃ জিল্লুল হাকিমসহ ৫২জন নেতাকর্মীর নামে চলতি ২০২৪ সালের ৩১শে আগস্ট বালিয়াকান্দি থানায় মামলা দায়ের হয়। মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com