পাংশার মাছপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণের দাবীতে যুবদলের সভা

মোক্তার হোসেন || ২০২৪-১১-১৮ ১৪:৩৩:৩৯

image

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন যুবদলের কার্যালয়ে গতকাল ১৮ই নভেম্বর সন্ধ্যায় মাছপাড়া ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণের দাবীতে সভা করেছে জাতীয়তাবাদী যুবদল।

 মাছপাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদল নেতা মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় যুবদল নেতা নাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, রিপন বিশ্বাস, আব্দুল জলিল ও লুৎফর রহমান বক্তব্য রাখেন।

 বক্তারা বলেন, মাছপাড়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির মোট ১৭৬৩টি কার্ড রয়েছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে মাছপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো এবং মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী প্রামানিক অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়ে আওয়ামী লীগ সমর্থক ৩৬৩ জনের মাঝে চাল বিতরণ করে বাকি ১হাজার ৪শতটি কার্ডের চাল আত্মসাত করেছে। মাছপাড়া ইউনিয়নের সাধারণ জনগণের পক্ষে আমরা (যুবদল) দুর্নীতিবাজদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচার দাবী করছি। এখন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কোনো অনিয়ম-দুর্নীতি হলে যুবদল তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সচেষ্ট আছে।

 সভায় আব্দুল কাদের, বাচ্চু সরদার, সাব্বির হোসেনসহ মাছপাড়া ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com