রাজবাড়ী জেলার গোয়ালন্দে সরকারীভাবে বিতরণকৃত গম বীজ ও সার কালো বাজার হতে উদ্ধার করা হয়েছে।
গতকাল ১৮ই নভেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র গোয়ালন্দ পৌর জামতলা বাজার এলাকার নছর উদ্দিন সরদার পাড়া আক্কাস মোল্লার দোকান হতে উক্ত সার-বীজ উদ্ধার করেন।
এ ঘটনায় আক্কাস মোল্লার ছেলে আমিনুল ইসলামকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৫০ কেজি করে ২১ বস্তুা ডিএপি সার এবং ২০ কেজি করে ৫৫ বস্তুা গম বীজ। উদ্ধারকৃত সার ও বীজের বাজার মূল্য আনুমানিক ৬০ থেকে ৬৫ হাজার টাকা।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পৌর জামতলা বাজারের ব্যবসায়ী আক্কাস মোল্লার ছেলে আমিনুল ইসলাম ১১জন কৃষকের কাছ থেকে সরকারীভাবে বিতরণকৃত গমবীজ ও সার ক্রয় করে তাদের দোকান ঘরে মজুদ করে রেখেছে। এরপর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান এবং থানা পুলিশের একটি দল নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দোকানে অভিযান চালাই। এ সময় ওই দোকান হতে উল্লেখিত গমবীজ ও সারগুলো উদ্ধার করা হয়। এ অপরাধে আমিনুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করে আদায় পূর্বক তাকে ছেড়ে দেয়া হয়।
তিনি আরও বলেন, এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান বলেন, এ বছর উপজেলার ১হাজার ৫শ কৃষকের মধ্যে বিতরণের লক্ষে রবিবার হতে সার ও গম বীজ বিতরণ শুরু হয়েছে। প্রত্যেক কৃষককে ২০ কেজি করে গম বীজ এবং ২০ কেজি করে সার দেয়া হচ্ছে। তারা প্রকৃত কৃষকদের মাঝেই এগুলো বিতরণ করছেন। এগুলো বাইরে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com