রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ১৮ই নভেম্বর দিনগত রাতে মাজবাড়ী ইউনিয়নের রায়পুর এলাকা থেকে ৫শত গ্রাম গাঁজাসহ বিক্রেতা আমিনুল ইসলাম (৩০)কে পুলিশ গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম মাজবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামের ইউনুস মন্ডলের ছেলে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান জানান, গত ১৮ই নভেম্বর রাতে কালুখালী থানা পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই জিয়াউল হক ও তার সঙ্গীয় ফোর্স নিজ বসত বাড়ীর সামনে থেকে আমিনুল ইসলামকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
এ বিষয়ে গতকাল ১৯ই নভেম্বর কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com