রাজবাড়ী সদর উপজেলার বানিবহের কৃতি সন্তান সৌদি আরবের বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান আইয়ুব ফাস্ট ট্রেডিং-এর কর্ণধার প্রবাসী মোঃ আইয়ুবের উদ্যোগে রাজবাড়ীতে শীতার্তদের মাঝে ১২শত কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল ২১শে নভেম্বর বিকেলে বানীবহ বাজারে আইয়ুব ফাস্ট ট্রেডিং-এর আয়োজনে এই কম্বল বিতরণ করা হয়।
বানীবহ ইউনিয়ন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোস্তফা মিজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সৌদি প্রবাসী মোঃ আইয়ুব বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে বানীবহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও লাইফ কেয়ার প্রাঃ হসপিটালের চেয়ারম্যান মোঃ আমিন উদ্দিন মোল্লা, রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজল বরণ বিশ্বাস, বানীবহ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ, বানিবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, বার্থা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আক্কাস আলী, জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা শাহীন প্রধান ও রাজবাড়ী সার্কেলের এডমিন শামীম ওসমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বানীবহ ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাহতাব উদ্দিন খান।
কম্বল পেয়ে কয়েকজন বলেন, শীতের শুরুতে আমাদের হাতে কম্বল তুলে দিয়েছে আমাদের এলাকার ছেলে প্রবাসী আইয়ুব। শীতের শুরুতে এই কম্বল পেয়ে আমাদের খুব ভালো লাগছে। প্রতিবছরই আইয়ুব আমাদের শীতে কম্বল দেয়। আইয়ুবের মতন সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে আসলে শীতে গরীব, দুঃখী অসহায় মানুষের কষ্ট থাকবে না।
প্রবাসী মোঃ আইয়ুব বলেন, আমরা যখন প্রবাসে থাকি তখন আমরা অনেক ভালো থাকি। শীতের সময় আমাদের ঘরে কম্বল থাকে, গরমে এসি থাকে। কিন্তু যখনই দেশের কথা চিন্তা হয়, মনে হয় অনেকের ঘরে এ সময় কম্বল কেনার সামর্থ্য থাকে না। সেই জায়গা থেকে আমি দীর্ঘ ৫/৬ বছর যাবত অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে আসছি। এছাড়াও অন্যান্য যে সামাজিক কর্মকাণ্ড সেগুলোতে অংশগ্রহণ করে থাকি।
তিনি আরও বলেন, আমি ২০০৭ সালের পর থেকেই বাংলাদেশের বাইরে থাকি। বাইরে থাকলেও দেশের প্রতি, মাটির প্রতি আমার আলাদা একটি টান রয়েছে। দীর্ঘ ১৬ বছর আমি সৌদি আরবে আছি। সৌদি আরবে আমি আমার নিজস্ব ব্রান্ড নিয়ে কাজ করি। আমার প্রতিষ্ঠানে ১০০ জনের বেশি বাঙালি কাজ করে। আমি বাংলাদেশেও এইরকম একটি প্রতিষ্ঠান করার পরিকল্পনা করছি। সেখানে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।
এর আগে সৌদি বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টরস ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রবাসী মোঃ আইয়ুবের রাজবাড়ীতে শুভ আগমন উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা প্রদান করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com