রাজবাড়ীতে রেলওয়ের ওয়ার্কশপটি করার জন্য জোর দাবী জানাবো--রেলওয়ে এমপ্লয়ীজ লীগের সভাপতি

স্টাফ রিপোর্টার || ২০২৪-১১-২২ ০৩:৫৪:০২

image

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের সভাপতি মুহাম্মদ আক্তারুজ্জামান বলেছেন, দেশে ইসলামী আইন প্রতিষ্ঠা হলে রেলকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।

 গতকাল ২১ শে নভেম্বর রাতে রাজবাড়ী রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 রেলওয়ে এমপ্লয়ীজ লীগের সভাপতি আক্তারুজ্জামান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সাধারণ মানুষের জন্য কাজ করবে। রেলের মাধ্যমে এদেশের মানুষ যাতে ভালো সেবা পায়, উন্নত সেবা পায় সেই লক্ষ্য নিয়ে জামায়াতে ইসলামী কাজ করবে।

 তিনি আরও বলেন,  রাজবাড়ী রেলের শহর হিসেবে পরিচিত। রাজবাড়ী জেলা রেল কেন্দ্রীক গড়ে উঠেছে। সুতরাং রাজবাড়ীতে রেলের উন্নয়ন হলে এ জেলার উন্নয়ন হবে। রাজবাড়ীতে রেলের কার্যক্রম আরও বেশি উন্নত করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বিশেষ করে রাজবাড়ীতে একটি রেলওয়ে ওয়ার্কশপের একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল। এই ওয়ার্কশপটি যেনো দ্রুত বাস্তবায়ন হয় সেই চেষ্টা করবো। যদিও বর্তমান সরকারের আর্থিক সমস্যার কারণে কিছু কিছু প্রকল্প বাদ দেওয়ার চিন্তা করছে তার মধ্যে রাজবাড়ীরটিও রয়েছে। তারপরও আমরা এই সরকারের কাছে এই ওয়ার্কশপটি করার জন্য রাজবাড়ীবাসীর পক্ষ থেকে জোরদাবী জানাবো।

 এ সময় রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ সেকেন পাট্টাদার ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com