শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিব------কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক

মীর সামসুজ্জামান || ২০২৪-১১-২৩ ১৪:৫৯:১২

image

 বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বলেছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের জন্য কাজ করে থাকে। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের সংগঠন। শ্রমিক কল্যাণ ফেডারেশন মজলুমদের প্রতিষ্ঠান। সকল শ্রমিকদের সমন্বয়ে এই শ্রমিক কল্যাণ ফেডারেশন। সকল শ্রমিকদের আমরা পাশে দাঁড়াবো। শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। 

 গতকাল ২২শে নভেম্বর সকালে রাজবাড়ী শহরের শ্রীপুর আল গাজ্জালী স্কুলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 তিনি বলেন, রাজবাড়ী আমার অত্যন্ত আবেগের জায়গা। দীর্ঘদিন আমি এখানে কাজ করেছি। প্রথমেই আমি স্মরণ করছি যারা রাজবাড়ী জেলায় ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করেছেন। আমরা আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অনুষ্ঠানে এসেছি। কিন্তু আমরা সবাই ইসলামী আইন প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এসেছি এখানে। ইসলামে শ্রমিকদের অনেক বড় মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল শ্রমিকদের সবচেয়ে বেশি ভালোবাসতেন। শ্রমিকদের অনেক মর্যাদা দিয়েছেন।

 তিনি আরও বলেন, কিছু দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়াও যাদেরকে ফ্যাসিস্ট সরকারের সময় ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আমরা তাদের স্মরণ করছি। আজকে সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে সেখানে শ্রমিক ও মালিকদের মধ্যে আল্লাহ তা’আলা কোন বৈষম্য রাখেনি। আল্লাহর আইনে সকলেই এক। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য আইন ও ন্যায্য অধিকার ফিরেয়ে দেওয়ার জন্য কাজ করছে। 

 বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুন্সি সোলাইমানের সভাপতিত্বে জেলা জামায়াতে ইসলামীর আমীর ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী একটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। রাষ্ট্রের সকল পর্যায়ের আল্লাহ ও রাসূলের হুকুম প্রতিষ্ঠা করা। আমাদের দেশে প্রতিটি পর্যায়ে দুর্নীতি রয়েছে। আমাদের এগুলো বন্ধ করতে হবে। শ্রমিক অঙ্গনকে আমাদের এগিয়ে নিতে হবে। সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমরা আমাদের শ্রমিক সংগঠনকে এক নম্বর স্থানে নিয়ে যেতে চাই।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com