জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তুহিনুর রহমান (৩৯)কে অপহরণের পর নির্যাতন ও চাঁদাবাজির মামলায় বালিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (৭০)কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
গত ২২শে নভেম্বর দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে কালুখালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনীর সদস্যরা। পরে তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ী গ্রামের আঃ ওহাবের ছেলে। সে বালিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
মামলার বাদী তুহিনুর রহমান বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের আব্দুল মালেকের পুত্র।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ১২ই জানুয়ারী মামলার বাদী তুহিনুর রহমানকে রাজবাড়ী-২ আসনের তৎকালীন এমপি মোঃ জিল্লুল হাকিমের নির্দেশে মামলার অন্যান্য আসামীরা অস্ত্রের মুখে জিম্মি করে একটি মাইক্রোবাসে অপহরণ করে। পরে নায়েব আলীর বাড়ীর একটি নির্জন কক্ষে নিয়ে বালিয়াকান্দি থানার সাবেক ওসি আবু শামা মোঃ ইকবাল হায়াতসহ অন্যান্যদের সহায়তায় তুহিনের পা উল্টা করে ঝুলিয়ে নির্যাতন চালিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মেরে মেরুদন্ডের হাড় ভেঙে ফেলার পাশাপাশি বৈদ্যুতিক শক দেওয়া হয়। পরে ৫ লাখ টাকা চাঁদা দিলে তাকে পেন্ডিং মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেওয়া হয়।
এরপর তিনি জামিনে মুক্ত হয়ে ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতাল ও ভ্যালোরে সিএনসি হাসপাতালে চিকিৎসা নেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর্থিক সহায়তায় তিনি রাজধানীর ইবনেসিনা হাসপাতালে মেরুদন্ডের অস্ত্রপচার করে সি-৪ ও সি-৬ কৃত্তিম ডিক্স স্থাপন করলেও এখনও সস্পূর্ণ সুস্থ হতে পারেননি। উল্লেখিতদের বিরুদ্ধে তিনি মামলা করতে চাইলে তাকে ক্রস ফায়ারের হুমকি দিয়ে দমিয়ে রাখা হয়। ক্রসফায়ারের ভয়ে তিনি এতোদিন পরিবার নিয়ে রাজবাড়ী জেলার বাইরে বসবাস করছিলেন। দেশের পরিবেশ ভালো হওয়ায় তিনি গত ২৫শে আগস্ট রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে মামলা দায়ের করেন।
আদালত বালিয়াকান্দি থানাকে মামলাটি এফআইআর করার আদেশ দিলে গত ৩০শে আগস্ট বালিয়াকান্দি থানায় মামলাটি রেকর্ড করা হয়।
এ মামলার আসামীরা হলো ঃ রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম, বালিয়াকান্দি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু শামা মোঃ ইকবাল হায়াত, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নায়েব আলী, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারুয়া ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম ও নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কালাম। এছাড়া মামলায় অজ্ঞাত আরো ৩জনকে আসামী করা হয়েছে।
বালিয়াকান্দি থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আল-আমিন বলেন, গত ২২শে দিনগত রাতে কালুখালী থানা এলাকা থেকে বালিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেন যৌথ বাহিনীর সদস্যরা। তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করেছে তারা। সে ওই মামলার এজাহার নামীয় ৭নম্বর আসামী।
ইতিপূর্বে এ মামলায় র্যাবের অভিযানে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন গ্রেফতার হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com