রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা ইমাম কমিটির তিন বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ২৩শে নভেম্বর কালুখালী বাজার কেন্দ্র জামে মসজিদে কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের ইউনিয়ন ইমাম কমিটির ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে ২০২৫-২৭ সালের ৩ বছর মেয়াদী ২৫ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি গঠন করা হয়।
এই নির্বাচনের নির্বাচন পরিচালনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন কালুখালী উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরুল কায়েস। উপজেলার সকল ইমামদের ভোটে মাওলানা আবুল কালাম আজাদ সভাপতি ও মাওলানা মোঃ মোতালেব হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
নতুন কমিটিতে আরও যারা নির্বাচিত হন তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ আব্দুল মালেক, সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান মিয়া, হাফেজ মাওলানা ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মোতালেব হাসান, সহ-সাধারণ সম্পাদক ডাঃ মাওলানা মোঃ আবুল হুসাইন, মাওলানা নওয়াবুল ইসলাম, মাওলানা নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ মাওলানা মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ ফিরোজ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান, দপ্তর সম্পাদক এইচ এম ইকবাল হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা ইখলাসুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতি ইউসুফ শরীফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুফতি নিজাম উদ্দিন আজাদী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ক্বারী মোঃ ইউনুছ আলী, সদস্য মাওলানা মোঃ আব্দুল হাই, মুফতি মাসুমুর রহমান, মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতি আশরাফ আলী, হাফেজ মুহাম্মদ আঃ রহিম, আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আসাদুজ্জামান ও মাওলানা আজিজুল ইসলাম।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com