রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন কৃষক দলের কর্মী সভা গতকাল ২৫শে নভেম্বর সন্ধ্যায় শহরের সজ্জনকান্দায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমানের সভাপতিত্বে সভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
রাজবাড়ী সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনজুরুল আলমের সঞ্চালনায় সভায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সদস্য এ মজিদ বিশ্বাস, মিজানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, দাদশী ইউনিয়নের কৃষকদলের সভাপতি আব্দুল বাতেন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com