রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতির সাথে কলেজের শিক্ষকমন্ডলীদের মতবিনিময় সভা গতকাল ২৬শে নভেম্বর দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কলেজের এডহক কমিটির সভাপতি এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎসাহী সদস্য ও অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাইয়ার সুলতানা ও শিক্ষক প্রতিনিধি ইয়াসমিন আক্তার বক্তব্য রাখেন।
মুক্ত আলোচনাতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ফারুক আহমেদ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রহমান। এ সময় এডহক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাঃ আবুল হোসেন কলেজের এডহক কমিটির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, যদি কেউ মনে করেন আমি বৈষম্যর শিকার, আমি কোন অন্যায়ের শিকার হচ্ছি এটার সমাধান হবে। আমাকে একটু সময় দেন। আপনাদের যত সমস্যা আছে সব সমাধান করার চেষ্টা করবো। কিন্তু কাঁদা ছুড়াছুড়ি করবেন না। কলেজের কোন অনিয়ম করতে পারবে না কেউ। আমি এখানে এসে জানতে পেরেছি যে আপনারা অনেকে ঠিক মতো বেতন পাচ্ছেন না। কিন্তু কেন পাচ্ছেন না সেটা আমাদের দেখতে হবে। অনার্সে স্টুডেন্ট নেই, কেন নেই। কলেজের রেজাল্ট উন্নত করতে হবে। শিক্ষার্থীদের যত সমস্যা আছে সেগুলো সমাধান করতে হবে। আপনারা কলেজের শিক্ষকরা একত্রে বসেন, বসে সমস্যাগুলো নিয়ে চিন্তা করেন এবং আমাকে জানান। আপনারা আপনাদের সমস্যাসহ কলেজের সমস্যাগুলো লিখিতভাবে আমাকে দেন। কলেজে কিভাবে শিক্ষার্থী বৃদ্ধি করা যায় সেটা নিয়ে ভাবুন। এই কলেজের শিক্ষকগণ খুব স্মার্ট। আপনারা নিয়মিত ক্লাস করাবেন। পাশের হার বৃদ্ধি করুন। তাহলে এই কলেজ স্মার্ট কলেজ হিসেবে তৈরি হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com