২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৬শে নভেম্বর দুপুরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে স্মরণ সভা শুরু হয়। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে রাজবাড়ীর তিন শহীদের পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা জুলাই-আগস্টের ভয়াবহতা সম্পর্কে স্মৃতিচারণ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে স্মরণ সভায় পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, শহীদ গণির বাবা আবদুল মজিদ শেখ, শহীদ গণির স্ত্রী লাকী আক্তার, শহীদ সাগরের বাবা মোঃ তোফাজ্জল হোসেন, শহীদ কোরমানের মেয়ে মিতু আক্তার মিতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ মিজানুর রহমান, ঢাকা কলেজের শিক্ষার্থী ও গোয়ালন্দ মোড়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খায়রুল তালুকদার ও রাজবাড়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি মিরাজুল মাজীদ তূর্যসহ আন্দোলনে আহতরা বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, এনডিসি নাহিদ আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিরারের সদস্য, ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুলাই-আগস্টে সংগঠিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনীর গুলিতে ও পুলিশের গুলিতে হাজার হাজার ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে ও অগণিত মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। অনেকে এখনো মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বেডে রয়েছে। যাদের গুলিতে আমরা আমাদের ভাইদের হারিয়েছি, যাদের গুলিতে এখনো অনেকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে রয়েছে। আমরা বিচার চাই। ফ্যাসিস্ট সরকারের অভিযুক্ত সন্ত্রাসী বাহিনী ও পুলিশের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবী জানাচ্ছি।
এ সময় বক্তারা রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদদের তালিকা সম্বলিত স্মৃতিস্তম্ভ করার দাবী জানান। যেখানে জুলাই-আগষ্টে শহীদদের ও আহতদের নামের তালিকা থাকবে।
রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীন বলেন, জুলাই-আগস্টে সংগঠিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আজকে আমরা শহীদ পরিবারের কথা শুনলাম, তাদের অনুভূতি জানলাম। তাদের এই অনুভূতি শুনতে চাওয়াটাই আমাদের জন্য কষ্টকর। তাদেরকে সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই। আমাদের যে সকল নীতিভ্রষ্ট ও অতি উৎসাহী পুলিশ সদস্যের দিকনির্দেশনায় যারা এ কার্যক্রম পরিচালনা করেছিল আমি সত্যিই এই ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। ভবিষ্যতে আর এই ধরনের কোন কার্যক্রম পুলিশের দ্বারা যেন না হয়। যাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন করে এক স্বাধীনতা পেয়েছি তাদের এই রক্তের ঋণ আমরা কোনদিনও পরিশোধ করতে পারব না। তাদের এই আত্মত্যাগের প্রতি সম্মান রেখে একটি সুশৃংখল সমাজ ও কল্যাণকর সমাজ বিনির্মাণে এগিয়ে আসব।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা বৈষম্যহীন সমাজ সবাই চাই। কিন্তু এত রক্তের বিনিময়ে চাইনি। আমরা এত রক্তের ঋণ কিভাবে পরিশোধ করবো। আমরা যারা বিবেকবান মানুষ আছি তারা জানি অনেক রক্ত ঝরেছে। অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। আমরা সেই অর্জনকে কৃতজ্ঞতা বলে স্মরণ করছি। আমরা জানি আপনারা যে অর্জন আমাদের জন্য করে দিয়ে গেছেন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য করেছেন সেই অর্জনের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। যে উদ্দেশ্য নিয়ে ও যে লক্ষ্য নিয়ে আপনারা এই যুদ্ধে নেমেছিলেন, যেরকম একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যে রকম একটি রাষ্ট্র প্রত্যাশা করেন সেটি আমরা প্রতিষ্ঠা করতে চাই। আপনাদের সহায়তায় আমরা বৈষম্যহীন একটি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করব।
তিনি আরও বলেন, আপনাদের পক্ষ থেকে যে দাবীগুলো এসেছে ও সমন্বয়কদের পক্ষ থেকে যে দাবীগুলো এসেছে যেমন চিকিৎসার বিষয়টি এটি আমরা নিশ্চিত করবো। এছাড়া যারা আর্থিকভাবে অসচ্ছল আছেন আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যথাসাধ্যভাবে তাদের সহায়তা করার চেষ্টা করব। বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনাদের এ ঋণ কখনো শোধ করা যাবে না। আমরা সেই দিনই মনে করবো আপনাদের এই যুদ্ধটা সফল হয়েছে, যে দেশ ও যে সমাজ আপনারা চেয়েছিলেন সেই সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারবো।
এর আগে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সদর উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ সিয়াম হোসেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com