রাজবাড়ীতে চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার || ২০২৪-১১-২৭ ১৪:৪৩:৩৫

image

২০০৯ সালে ২৫ ও ২৬শে ফেব্রুয়ারী পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে পিলখানায় সংগঠিত হত্যাকান্ডের দায় চাপিয়ে দেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করা ও কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবী জানিয়েছেন রাজবাড়ীর ‘বিডিআর কল্যাণ পরিষদ’।
 গতকাল ২৭শে নভেম্বর বেলা সাড়ে ১২টায় রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে এই দাবী জানান সংগঠনের সদস্যরা।
 মানববন্ধনে ল্যান্স নায়ক সহকারী আমিরুল ইসলাম, সিপাহি শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় ল্যান্স নায়ক আব্দুুল জলিল, হাবিলদার সোহরাব হোসেন, সিপাহি মোঃ উজ্জ্বল বিশ্বাস, ফরিদুর রহমান, জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান, তোফাজ্জল হোসেন, বিডিআর পরিবারের সদস্য মর্জিনাসহ চাকরীচ্যুত বিডিআর ও বিডিআর এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 বক্তারা বলেন, একটি পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকার পিলখানায় হত্যাকাণ্ড ঘটানো হয়। এরপর সেই দায় আমাদের বিডিআর সদস্যদের ওপর দেয়া হয়। সে সময়ে চাকরিচ্যুত করে অনেককে গ্রেফতার করা হয়। এরপর থেকে আমরা মানবেতর জীবন যাপন করছি। অনেক সহকর্মী ভাই বন্দি থাকা অবস্থায় এ ১৫ বছরে মৃত্যুবরণও করেছেন। আমরা এসব ঘটনার বিচার দাবী করছি। একই সঙ্গে আমাদের চাকরি পুনর্বহাল করাসহ কারাবন্দি ভাইদের মুক্তির দাবী জানাচ্ছি।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com