চট্টগ্রামের আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে আইনজীবীদের বিক্ষোভ-মানববন্ধন

স্টাফ রিপোর্টার || ২০২৪-১১-২৭ ১৪:৪৫:৫৯

image

চট্রগ্রাম জেলা বার এবং হাইকোর্ট বার এসোসিয়েশনের আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ইস্কন কর্তৃক হত্যার প্রতিবাদে ন্যায় বিচারের দাবীতে গতকাল ২৭শে নভেম্বর দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটির আয়োজনে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 মানববন্ধনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি এডঃ এ এন এম শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এবং জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডঃ আব্দুর রাজ্জাক(২), এডঃ আরিফ উদ্দিন খান, জেলা বিএনপির আহবায়ক এডঃ লিয়াকত আলী বাবু, জেলা বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক এ্যাডঃ কেএ বারী, এডঃ এবিএম ছাত্তার, এডঃ ওয়ালিউল্লাহ শিকদার চঞ্চল, এডঃ আহাদুল ইসলাম রতন ও এডঃ আব্দুল মাজেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম  রাজবাড়ী জেলা ইউনিটির আইনজীবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 বক্তারা বলেন, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী আটক হওয়ার পর চট্টগ্রাম আদালতে তার জামিন না হওয়ায় ইসকনের সদস্যরা চট্টগ্রাম জেলা বারের আইনজীবী সাইফুল ইসলাম হালিমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে সাইফুল হত্যার সাথে জড়িত সকল স্কুলের সদস্যদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই বর্তমান সরকারের কাছে। অনেক সনাতনীরা ইসকনকে সমর্থন করে না। ইসকন একটা জঙ্গি সংগঠন, এর শেকর অনেক গভীরে। ইসকনকে আমরা নিষিদ্ধ সংগঠনের তালিকাভূক্ত করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এই সরকার যদি ইসকনকে আরো বাড়াবাড়ি করার সুযোগ দেয় তাহলে সরকার নিজেও ব্যর্থ হবে, বাংলাদেশের গণতন্ত্র ব্যর্থ হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুন্ন হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com