বাংলাদেশ সেনা বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল(অবঃ) এস.এম মতিউর রহমান (জুয়েল) চাকুরী থেকে অবসরগ্রহণের পর প্রথমবারের মতো সফরের উদ্দেশ্যে গতকাল ২৭শে নভেম্বর রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নে তার নিজ গ্রামে পৌঁছেছেন।
কশবামাজাইল ইউনিয়নবাসী বিশাল মোটর সাইকেলের বহরযোগে দৌলতদিয়া ফেরী ঘাট থেকে তাকে রাজবাড়ী, কালুখালী, পাংশা, মাছপাড়া হয়ে কশবামাজাইল আতাহার হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে শ্রদ্ধা-ভালোবাসায় অভ্যর্থনা জানায়।
ঢাকা থেকে দুপুর ১২টার দিকে তিনি দৌলতদিয়া ফেরী ঘাটে পৌঁছিলে সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এর পর কয়েক শত মোটর সাইকেলের বহরের সাথে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এস এম মতিউর রহমান জুয়েল বিকাল ৩টায় কশবামাজাইল আতাহার হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে সেখানে পথসভায় বক্তব্য রাখেন।
পথসভায় সাবেক সেনা কর্মকর্তা এস.এম মতিউর রহমান জুয়েল স্থানীয় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে তার শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন। সম্প্রতি তাকেসহ ২২জন কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়ে কিছু মিডিয়ায় ভুলভাবে তথ্য উপস্থাপনা এবং রাজবাড়ীর কিছু সংখ্যক মানুষের অতিউৎসাহী অপপ্রচারের নিজ মতামত তুলে ধরেন তিনি।
এস.এম মতিউর রহমান জুয়েল বলেন, ৪১ বছর সেনা বাহিনীতে চাকুরী করার পর এখন আমি পুরোপুরি অবসরে। মানুষের কল্যাণে যতটুকু পেরেছি স্বার্থহীন ভাবেই সাহায্য সহযোগিতা করেছি। মানুষের কল্যাণে নিয়োজিত থাকতে রাজনীতি করতেই হবে এমনটি নয়। আমি কারো বাড়া ভাতে ছাই দিতে আসি নাই। যদি রাজনীতি করি আপনারা সময় মতো জানতে পারবেন। আজকের এই সভা কোনো রাজনৈতিক সভা নয়।
অর্থের বিনিময়ে সালিশ করে সাধারণ মানুষকে ক্ষতি করা, কোনো বহিনীর নামে চাঁদাবাজি করা, কোনো নারীর সম্ভ্রমহানির মতো ঘটনা ঘটতে দেওয়া যাবে না। এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি এখন থেকে বেশিরভাগ সময় এলাকাতেই থাকবো। সামাজিক শৃঙ্খলা রক্ষায় আমি আপনাদের সাথে আগে থাকবো।
কশবামাজাইল আতাহার হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে কুশলাদি বিনিময় করেন তিনি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com