বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ এবং জুলাই-আগস্টের ঘটনা প্রবাহ নিয়ে গতকাল ২৮শে নভেম্বর বেলা ১২টায় রাজবাড়ী সরকারী কলেজের আয়োজনে মুক্তমঞ্চে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপাধ্যক্ষ ফকির মোঃ নুরুজ্জামান, সরকারী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল, শিক্ষার্থীদের প্রতিনিধি রিয়াজ উদ্দিন, কলেজ ছাত্রদলের সভাপতি টোকন মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এইচএম হাসিবুল হাসান, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ সাগরের পিতা মোঃ তোফাজ্জল হোসেন, শহীদ আব্দুল গণির স্ত্রী লাকী আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আবুল উবায়েদ মুহাম্মদ বাসেত ঠাকুর।
ইংরেজি বিভাগের প্রভাষক সুরজিৎ চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফ হোসেন খান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোক্তার হোসেন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মঈনুর রশিদ, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল লতিফ খান, প্রাণি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজেদা পারভীন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রিতা রায়সহ কলেজের অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই ও আগস্টে যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তারা আমাদের এই বাংলার বীর সেনা। তাদের রক্তের এই ঋণ আমরা কোন কিছুর বিনিময়েও শোধ করতে পারবো না। আমরা তাদের কাছে চিরঋণী থেকে গেলাম। তারা দেশের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, আত্মত্যাগ করেছেন। জুলাই আগস্টে ফ্যাসিস্ট সরকারের আক্রমণে অনেক মায়ের কোল খালি হয়েছে। অনেক বাবা তার সন্তানকে হারিয়েছে। অনেক সন্তানরা তাদের বাবাকে হারিয়েছে। অনেক বোন ভাইকে হারিয়ে গেছে। এক বন্ধু আরেক বন্ধুকে হারিয়েছে। আমরা তাদের গভীর চিত্তে স্মরণ করি।
এ সময় বক্তারা জুলাই ও আগস্টে ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন বলেন, জুলাই আগস্টে নিহত সকল শহীদদের আমরা স্মরণ করছি। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। আমরা পেয়েছি একটি স্বাধীনতা। এই আন্দোলনে অনেকে নিহত হয়েছেন। অনেকেই আহত হয়েছেন। তাদের এই ঋণ আমরা শোধ করতে পারব না। জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থানে রাজবাড়ীতে ৩জন শহীদ হয়েছে। তাদেরকে আমরা গভীরভাবে স্মরণ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
আলোচনা সভা শেষে রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কলেজ থিয়েটারের আয়োজনে “রক্তে কেনা দেশ” নাটক মঞ্চায়িত হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com