নেপাল বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন রাজবাড়ীর ডাঃ সমীর দাস

স্টাফ রিপোর্টার || ২০২৪-১১-২৯ ২৩:৩৫:০৭

image

 সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ডাঃ সমীর কুমার দাস।
গতকাল ২৯শে নভেম্বর স্থানীয় সময় বিকেল ৪ টায় নেপালের রাজধানী কাঠমুন্ডুর ন্যাশনাল নিউজ অডিটোরিয়ামে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ এসোসিয়েশনের সভাপতি দীনদয়া রিজালের সভাপতিত্বে নেপাল বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্মিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪  এর আনুষ্ঠানিক উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রানালয়ের এসিস্ট্যান্ট সেক্রেটারী জিতেন্দ্র বাসাত উপস্থিত ছিলেন।
 এসময় বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ গোপেন কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।
এর আগে নেপাল বাংলাদেশের ব্যবসা, পর্যটন শিল্পের উন্নয়ন, সংস্কৃতি ও যোগাযোগ করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব ডাঃ সমীর কুমার দাসকে নেপাল বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com