রাজবাড়ীর শহীদওহাপুরে ইউনিয়ন বিএনপি'র কর্মী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৪-১১-২৯ ২৩:৩৭:১৫

image

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদীজয়পুর চৌরাস্তা মোড়ে গতকাল ২৯শে নভেম্বর বিকালে বিএনপি'র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শহীদওহাবপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ হাবিবুর রহমানের (হাবীব) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাডঃ আসলাম মিয়া।
সভায় প্রধান অতিথি এ্যাডঃ আসলাম মিয়া বলেন, আমাদের একটি ফ্রি ফেয়ার নির্বাচন আদায় করতে হবে। আর ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সরকারের দোষররা কোনভাবেই যেন মাথা চারা দিয়ে উঠতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বিএনপি উগ্রবাদীদের প্রশ্রয় দেয় না। দলের ইমেজ নষ্ট করে বা দলের ভোট ব্যাংকে হাত পড়ে এমন কাজ করবেন না।
তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র দিতে চায়। উপহার দিতে চায় একটি মানবিক রাষ্ট্র। একটি শক্তিশালী অর্থনৈতিক দেশ বানাতে চায়। অতি দ্রুতই তিনি দেশে ফিরে আসবেন।
সভায় রাজবাড়ী সদর উপজেলার বিএনপি'র আহবায়ক আবুল হোসেন গাজী, সদস্য সচিব মজিবর রহমান শেখ, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম গনি, কে এম তরিকুল ইসলাম তরু, গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আয়ুব আলী খান, গোয়ালন্দ পৌর বিএনপি'র সভাপতি আবুল কাশেম মন্ডল, রাজবাড়ী সদর উপজেলার বিএনপি'র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, আহসান হাবিব শাহীন, মনিরুজ্জামান মিঠু প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মী সভা সঞ্চালনা করেন বিএনপি নেতা মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা ও মোঃ রাজন ছামি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com