রাজবাড়ীতে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার || ২০২৪-১১-২৯ ২৩:৩৭:৪৫

image

 আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল ২৯শে নভেম্বর বিকেল ৩ টায় জেলা মহিলা পরিষদের আয়োজনে সদর উপজেলা চন্দনী ইউনিয়নের মর্জ্জতকোল পাড়া কমিটিতে “নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার" বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদের বিভাগীয় সংগঠক লাইলী নাহারের সভাপতিত্বে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা ফেরদৌসী সুলতানা মায়া, সদস্য এ্যাডঃ নাজমা সুলতানা, শেখ ফারজানা আলী, মর্জ্জতকোল পাড়া কমিটির সভাপতি লাইলা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিষ্টিনা মারিও রেখা।
  বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার আন্দোলন সম্পাদক শায়লা তাবাসসুম নেওয়াজের সঞ্চালনায় এসময় জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক নমিতা দাস, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক হুসনে নাহিদ প্রিয়া ও সদস্য সহকারী অধ্যাপক কৃষ্ণা সাহাসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com