জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৩০শে নভেম্বর বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন কর হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানজিলা জান্নাত রেটিনা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ উমর ফারুক, শহীদ গণির স্ত্রী লাকী আক্তার, শিক্ষার্থী প্রতিনিধি মোঃ সাইদুর জামান সাকিব, নাফিজা প্রভা, তাহসান বিন আতিয়ার তামিম, মীর মাহমুদ সুজন, মোহম্মদ শাওন, আতিক ইসলাম ও আজবির তুষার প্রমুখ বক্তব্য রাখেন।
সদর উপজেলা ইউডিএফ নাজিউর রহমানের সঞ্চালনায় এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সূদন সাহা, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ অচীন্ত্য কুমার কীর্তনীয়া, শহীদ গণি শেখের বাবা আব্দুল মজিদ শেখ, রাজবাড়ীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি এইচ এম হাসিবুল হাসানসহ রাজবাড়ীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়। আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী সন্ত্রাসী ও তাদের পেটোয়া পুলিশ বাহিনীর গুলিতে অসংখ্য ছাত্র জনতা শাহাদাত বরণ করেন। অনেকে আহত হয়ে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আমরা আহত ও নিহতদের গভীরভাবে স্মরণ করছি। তাদের এই অবদান কোন কিছুর বিনিময় হলেও আমরা শোধ করতে পারবো না। তাদেরকে যারা নির্মমভাবে নিহত ও আহত করেছে আমরা তাদের বিচার চাই। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি। রাজবাড়ীতে আন্দোলনের সময় যে সকল আওয়ামী সন্ত্রাসীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে আমরা তাদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছে আমি তাদের গভীরভাবে স্মরণ করছি। যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, একটি বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি তাদেরকে আমরা গভীর চিত্তে স্মরণ করি। তাদের এই রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না।
এর আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ সিয়াম হোসেন।
এছাড়াও আন্দোলনে নিহত আব্দুল গণি শেখের পরিবারকে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com