বাহের মোড় বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বাহের বিশ্বাসের প্যানেল বিজয়ী

মোক্তার হোসেন || ২০২৪-১২-০১ ১৪:৫১:৫১

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন এবং কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের সীমান্তবর্তী বাহের মোড় বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪ গতকাল ১লা ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।

 নির্বাচনে ব্যবসায়ী ঐক্য প্যানেল মনোনীত প্রার্থীরা বিজয় লাভ করেছে।

 নির্বাচনে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মোঃ আতাউর রহমান ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল মোতাবেক সভাপতি পদে মোঃ ওসমান গনি(বাহের বিশ্বাস) ফুটবল প্রতীকে ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী মোঃ সিরাজুল ইসলাম বিশ্বাস মোরগ প্রতীকে ১০৩ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান মাত্র ৪। সাধারণ সম্পাদক পদে মোঃ রমজান আলী মন্ডল সিলিং ফ্যান প্রতীকে ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুর রাজ্জাক বিশ্বাস টিউবয়েল প্রতীকে ৯১ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ২৭। কোষাধ্যক্ষ পদে মোঃ নাজমুল বিশ্বাস গোলাপ ফুল প্রতীকে ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ আল-মামুন আম প্রতীকে ৯১ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ২৭। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২০। এর মধ্যে ২১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

 ২০০১ সালে প্রতিষ্ঠিত এ বাজারের এবারই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে বণিক সমিতির প্রতিনিধি নির্বাচিত হল। নির্বাচন পরিচালনা কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে মোঃ আতাউর রহমান, উপদেষ্টা হিসেবে শাহ মোঃ রফিকুল ইসলাম, আলাউদ্দিন মোল্লা, মুরাদ বিশ্বাস, ওবায়দুর রহমান, আব্দুল মজিদ, আকিদুল বিশ্বাস, এয়াকুব আলী মন্ডল, আনিসুর রহমান ও আক্কাস আলী মোল্লা দায়িত্বে ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com