বালিয়াকান্দি উপজেলাবাসীর সহযোগিতা নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব---নবাগত ইউএনও আম্বিয়া সুলতানা

সোহেল মিয়া/তনু শিকদার সবুজ || ২০২০-১০-২৭ ১৪:৪৫:১৯

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাগত ইউএনও বেগম আম্বিয়া সুলতানা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা, দারিদ্র আর সন্ত্রাসমুক্ত সোনার বাংলা গড়তে যে স্বপ্ন দেখেছিলেন জাতির জনকের সেই সোনার বাংলা গড়তে এই উপজেলার সকলের সহযোগিতা নিব। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমরা একটি সুন্দর জাতি গঠনের জন্য কাজ করবো।
  গতকাল ২৭শে অক্টোবর সন্ধ্যায় বালিয়াকান্দি অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের বদলীজনিত বিদায় এবং নবাগত নির্বাহী অফিসার বেগম আম্বিয়া সুলতানার যোগদান উপলক্ষে বিদায় ও বরণ সংবর্ধণা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
  বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আবু দারদার সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ। 
  আরো বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, খোদেজা বেগম, থানার অফিসার ইনচার্জ(ওসি) তারিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার,  উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়ছার, উপজেলা প্রকল্প কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফাহমিদা বানু, উপজেলা  সমাজ সেবা কর্মকর্তা অজয় হালদার প্রমুখ। এ সময় উপজেলার সকল কর্ককর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক। 
  উল্লেখ্য, বিদায়ী ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম ৯ মাস বালিয়াকান্দিতে কর্মরত ছিলেন। আজ ২৮শে অক্টোবর তিনি  গোপালঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করবেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com