রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৩হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২৪-১২-০২ ১৪:১৪:০২

image

 রাজবাড়ীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল ২রা ডিসেম্বর বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স টিম। 
 জানা গেছে, ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির সংশ্লিষ্ট সদস্যদের অংশগ্রহণে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আধীন ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেন।
 এছাড়াও কালুখালী উপজেলার রতনদিয়া বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪৫ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেন।
 অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, কালুখালী উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোছাঃ শামসুন্নাহার ও এএসআই মোঃ আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
 ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহণে রাজবাড়ী জেলা কার্যালয়ের বাজার তদারকি চলমান থাকবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com