আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৪-১২-০৩ ১৪:৩৬:২৭

image

 ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে গতকাল ৩রা ডিসেম্বর বিকেলে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের বড়পুল এলাকা প্রদক্ষিণ করে বড় বাজার হয়ে ১নং রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়।

 এ সময় বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ মিছিল থেকে হামলাকারীদের বিচার ও ভারতীয় আগ্রাসন বন্ধের দাবী জানানো হয়। 

 জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা করেছে ভারতের উগ্রবাদী সন্ত্রাসীরা। আমরা এ ধরনের কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারতকে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে তাদেরও দূতাবাস ও হাইকমিশন রয়েছে। আমরা হুঁশিয়ারি করে দিতে চাই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন, না হলে উগ্রবাদী উসকানির পরিণতি ভালো হবে না।

 এ সময় জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এডঃ কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, সদস্য জেলা বিএনপির নেতা আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম.এ. খালেদ পাভেল, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম শওকত সিরাজ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com