মিশন প্রাঙ্গণে হামলার পর ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনে বাংলাদেশ সমস্ত ভিসা ও কনস্যুলার পরিষেবা স্থগিত করেছে।
সহকারী হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মোঃ আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিরাপত্তার উদ্বেগ উল্লেখ করে আজ স্থগিতাদেশের এ ঘোষণা দেওয়া হয়েছে।
গত সোমবার আগরতলা মিশনের বাইরে হিংসাত্মক বিক্ষোভের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত এলো।
ঘটনার সময় বিক্ষোভকারীদের বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে।
সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের একটি বড় দলের হিংসাত্মক বিক্ষোভ এবং আক্রমণের ঘটনায় গভীরভাবে ক্ষোভ প্রকাশ করেছে।
বাংলাদেশ সরকার তার কূটনৈতিক মিশনের নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কথা তুলে ধরে মিশন প্রাঙ্গণ ও এর কূটনীতিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আগরতলার এই বিশেষ কাজটি কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনে বর্ণিত কূটনৈতিক মিশনের অলঙ্ঘনীয়তার লঙ্ঘন।’
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com