রাজবাড়ী জেলার পাংশা পুরাতন বাজারস্থ উদয়ন ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ৩দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠানের উদ্বোধন হবে আগামী ১০ই ডিসেম্বর। নাট্যানুষ্ঠানের প্রস্তুতি হিসেবে গত ১মাস ধরে চলছে মহড়া।
জানা যায়, সুস্থ্য ধারার সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকল অপসংস্কৃতি দূর করে সুন্দর ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও উদয়ন ক্লাবের উদ্যোগে ৩দিন ব্যাপী বার্ষিক সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠানের আয়োজন চলছে। গত ১লা নভেম্বর থেকে চলছে মহড়া। পাংশার বিভিন্ন এলাকার ২০জন গুণী নাট্য শিল্পীর অভিনয়ের মাধ্যমে মঞ্চায়িত হবে ৩টি নাটক। এর মধ্যে ১০ই ডিসেম্বর রাত ৮টায় একটি পয়সা, ১১ই ডিসেম্বর রাত ৮টায় অশ্রু দিয়ে লেখা ও ১২ই ডিসেম্বর রাত ৮টায় মা মাটি মানুষ নাটক মঞ্চায়িত হবে। এলক্ষ্যে প্রতি রাতে পুরোদমে চলছে মহড়া।
গতকাল ৪ঠা ডিসেম্বর রাত সাড়ে ৭টায় উদয়ন ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট অধ্যাপক হাজারী আবুল হাশিম ও ইদ্রিস আলী বাবু জানান, এ বছর বার্ষিক সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠানের জন্য গত ১লা নভেম্বর থেকে নাটকের মহড়া শুরু হয়েছে। মহড়া চলবে আগামী ৮ই ডিসেম্বর পর্যন্ত। কর্মসূচি যথাযথভাবে উদযাপনে ব্যাপক প্রস্তুতি চলছে। মঞ্চ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগে আমন্ত্রণ জানান তারা।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com