রাজবাড়ীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার || ২০২৪-১২-০৬ ১৪:০৫:৩৬

image

 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ৬ই ডিসেম্বর বিকেলে রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক অশোক সরকারের সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব শান্ত কুমার সিংহ, যুগ্ম আহ্বায়ক কৃষ্ণ সরকার, যুগ্ম আহ্বায়ক সঞ্জিব ভৌমিক, যুগ্ম আহ্বায়ক বিজয় কুমার সেন, যুগ্ম আহ্বায়ক রবীন্দ্র নাথ ঘোষ, জেলা কমিটির সদস্য সুমন কুমার দাস, শ্যামল কুমার ও অনিন্দিতা গুহ বানী প্রমুখ বক্তব্য রাখেন।

 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রমনা থানার আহ্বায়ক বাবলু চক্রবর্তীর সঞ্চালনায় জেলা কমিটির সদস্য তপন ঘোষ, কৃষ্ণ কর্মকার, সুরেশ বিশ্বাস, শ্যামল বিশ্বাস, রতন বিশ্বাস, নীল কমল সরকার, বিশ্বজিৎ কর্মকার, সুব্রত মালাকার ও বিধান চন্দ্রসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এ দেশে সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করে আসছে। আমরা হিন্দু সংগঠনের মধ্যে কোন গ্রুপিং চাই না। আমাদের হিন্দু সম্প্রদায়কে সচেতন থাকতে হবে যাতে কোন ষড়যন্ত্র আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে।

 তারা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে হিন্দুরা অনেক নির্যাতিত হয়েছে। তারা এদেশের হিন্দুদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। আওয়ামী লীগ ইসকনের মতন একটি সংগঠনকে বাংলাদেশে একটি জঙ্গি সংগঠনে রূপান্তর করেছে। আমরা সাম্প্রতিক সময়ে ইসকনের যে কর্মকান্ড তা নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com